নীলিমা সাহা-র আটপৌরে ৫৭৪-৫৭৬,
নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 574-576,
নীলিমা সাহার আটপৌরে
৫৭৪)
সুখেরপায়রারা আসছে আসুক
বিজ্ঞাপনেই
ওদের অধিকার, অন্যত্র হাহাকার
৫৭৫)
খালপাড়--সারসার সুপুরিগাছ
হাওয়াদোলায়
ঢেউ-নৃত্য ...ছলছলজলে তবু ঋজুতা
৫৭৬)
তর্জনীর নিঃশব্দ গর্জন
যাপননির্যাসে
শব্দ হয়ে আবর্তিত প্রশ্বাসে
Fantastic
উত্তরমুছুন