নীলিমা সাহা-র আটপৌরে ৫৬৭-৫৬৯,
নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 567-569,
নীলিমা সাহার আটপৌরে
৫৬৭)
সময় বদলের সঙ্গেও
না-বদল
থাকে মা-র নিশ্চুপ বিন্যাস
৫৬৮)
দীর্ঘ মুখের মিছিলে
দর্পণে
মর্মর মা-র স্থির মুখ
৫৬৯)
মুখোশের মুখর উৎসব
পুরুলিয়াবাঁকুড়ার
উধাও দিনেরা ফিরছে অতীতাচারে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন