নীলিমা সাহা-র আটপৌরে ৫৬৪-৫৬৬,
নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 564-566,
নীলিমা সাহার আটপৌরে
৫৬৪)
কুয়াশাভেজা কার্নিশ---কাকটা
ডাকছে...
বুঝলাম, রাতের পায়ের শব্দ
৫৬৫)
কার্নিশে বাড়ন্ত অশ্বত্থ
পাতায়পাতায়
ঊষালোক,দেখলাম জানালায় ভোর
৫৬৬)
কার্নিশের তেরচা রোদেই
ঘরমুখী
সাদাহাসি--সঙ্গে টগবগে অশ্বক্ষুর
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন