নীলিমা সাহা-র আটপৌরে ৫৬১-৫৬৩,
নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 561-563,
নীলিমা সাহার আটপৌরে
৫৬১)
শীতবিকেল > শীতগন্ধ < কফিকাপ
খুচরোমনকেমনিয়া
ক্রমশ অদৃশ্য ধোঁয়াশার কুন্ডলীতে
৫৬২)
তাসের সংসারে দুর্যোধনরাই
পিউরিফায়েড
আমি-তুমি সেখানে নো পার্কিংজোন
৫৬৩)
স্তব নয় শুশ্রূষাই
একলা-সূচ---
ছোট্টমুখেই ওর নিপুন সেলাই
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন