নীলিমা সাহা-র আটপৌরে ৫৫৮-৫৬০,
নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 558-560,
নীলিমা সাহার আটপৌরে
৫৫৮)
ছায়ার সঙ্গেই পরিচিতভ্রমণ
জল
নড়লেই ছায়াও ভাঙচুর, অস্তিত্ববিহীন
৫৫৯)
পুরোনোবাজারও নতুনবাজারের দিকে
তাকিয়ে
এদিকে গৃহস্থ খোঁজে মুদ্রাস্ফীতির হিসেব
৫৬০)
যে কোনও মুহূর্তই
মূল্যবান
জেগে ওঠার জন্য মাহেন্দ্রক্ষণ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন