নীলিমা সাহা-র আটপৌরে ৫৫২-৫৫৪
নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 552-554,
নীলিমা সাহার আটপৌরে
৫৫২)
নিরন্তরআতঙ্ক বোমাবৃষ্টি অস্ত্রাগারলুঠ
অবশেষে
সমাধিস্থস্বাধীনতা,কান্নাভেজাদে শ শীতার্ত অন্ধকার
৫৫৩)যুদ্ধ লড়তে হয়
একাই
খাদের কিনারে যথার্থ ব্রেক
৫৫৪)
চারদিকে বিদ্রূপ অতিরাত্রি
নিত্যনিয়মিত
হত>হত্যা----জীবনমরণ খেলা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন