নীলিমা সাহা-র আটপৌরে ৫৪৬-৫৪৮
নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 546-548,
নীলিমা সাহার আটপৌরে
৫৪৬)
গন্ধেরও ব্যাপ্তি আছে
ঝমঝমাঝমবৃষ্টি
চলে গেলেও বিরহগন্ধ বাজে
৫৪৭)
শীতগন্ধে ভেসে ওঠে
কমলালেবু
আমাদের সনাতন আদিমতম পৃথিবী
৫৪৮)
গন্ধের মায়াও আছে
কাশফুলে
ঢেউখেলা রেখে যায় মায়া
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন