নীলিমা সাহা-র আটপৌরে ৫২৮-৫৩০
নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 528-530,
নীলিমা সাহার আটপৌরে
৫২৮)
জন্ম > জীবন > মৃত্যু
পথগান
রেশ থেকে যায় অসম্পূর্ণশ্রাবণবেলার
৫২৯)
বিকেলের ম্লান তাপ
আলোকমান
ঝিঙেফুল, মায়াকাজল মাখে সন্ধ্যা
৫৩০)
সংসার = পদ্মপাতায় জল ^^
লালখেরোখাতা---
অমিলহিসেবের অঙ্ক কবিতা পাতায়
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন