নীলিমা সাহা-র আটপৌরে ৫২৫-৫২৭
নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 525-527,
নীলিমা সাহার আটপৌরে
৫২৫)
একান্ত গোপনেই থাকে
পাপ
আমরণ শেলসম বেঁধে জীবনকে
৫২৬)
ঘরে ঘরে সন্ধ্যার
প্রদীপ-প্রজ্জ্বলন
শিখা হয়ে জ্বলে পার্থিব-বাসনা
৫২৭)
গেঁয়োযোগীর ভিখ নেই
আশ্চর্য-নিয়তি
অভ্যস্থ-অন্ধকার বন্ধনে টান দেয়
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন