নীলিমা সাহা-র আটপৌরে ৫২২-৫২৪
নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 522-524,
নীলিমা সাহার আটপৌরে
৫২২ )
শীতের জানালা ঘুরঘুরেহাওয়া
চিত্রপটে
দাপুটেঅতিমারি, নিয়তি...নিয়মিত সওয়া
৫২৩)
শীতের আকাশ-----ঘোলাটেবিকেল
মেঘসম্রাট
অদ্ভুত আভাস, দুর্যোগের ই-মেইল
৫২৪)
শীতের শহর সান্ধ্যগন্ধ
মনচুরি
কখনও দিকশূন্য ,কখনও ভরপুরছন্দ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন