নীলিমা সাহা-র আটপৌরে ৫১৯-৫২১
নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 519-521,
নীলিমা সাহার আটপৌরে
৫১৯)
পৃথিবীর বাজার খবর
কেবলই
জবরদখল--কে রাখে সেখবর !
৫২০)
বাজার =ক্রয়-বিক্রয় স্থল
অন্ধকারখাদ
শরীর-মন দুই-য়েরই চরম কেনা-বেচা
৫২১)
শীতের দুয়ারে নিঃসঙ্গপাখি
প্রার্থিতপথ
খুঁজে পেতেই বৃক্ষকোটরে পরিযায়ীবাসা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন