নীলিমা সাহা-র আটপৌরে ৫১০-৫১২
নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 510-512,
নীলিমা সাহার আটপৌরে
৫১০)
পৃথিবীর ওপর দিয়ে
শনশনবাতাস
সকলেই নিজেকে গোটায় বেমালুম
৫১১)
তুমি-আমি স্বপ্নের বাসনায়
অথবা
বাসনাজ স্বপ্নের এক অগ্নিজাত
৫১২)
বরফ > জল > বাষ্প
বাষ্পই
আবার জল হয়ে পুরোনোসংসারে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন