নীলিমা সাহা-র আটপৌরে ৫০৭-৫০৯
নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 507-509,
নীলিমা সাহার আটপৌরে
৫০৭)
বসবাস----সহবাসই বলে
গোধূলিগল্পের
পোড়োমেঘ,তবু আনন্দ লহরে
৫০৮)
খোলাজানালাধেয়ে বৃষ্টিহীন ঝোড়োহাওয়া
আলনায়
ঝোলে হলাহল আশ্চর্যযাপন হয়ে
৫০৯)
সমস্তের মধ্যেই সব
থাকলেও
যাপনঘরে খন্ডরচনাবলীহাতে দাঁড়িয়ে জীবন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন