নীলিমা সাহা-র আটপৌরে ৫০১-৫০৩
নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 501-503,
নীলিমা সাহার আটপৌরে
৫০১)
মা সেতুর চারধারে
এখন
রাজহিংসের ক্ষুধার্ত দেয়াল লিখন
৫০২)
জটিল অঙ্কের সমস্যায়
সেই
নারী, নগর --আলুবোখরার লোভ
৫০২)
প্রত্ন প্রাসাদেও পাহারাদার
দেখি
টুপি খুলে প্রহরের ঘুমবায়না
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন