নীলিমা সাহা-র আটপৌরে ৫৩৭-৫৩৯
নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 537-539,
নীলিমা সাহার আটপৌরে
৫৩৭)
অনন্তরহস্য...আদ্যন্তবিস্ময় মাঝেই
আত্মরোপণ
মাদুর বিছিয়ে রাখে অতৃপ্তি
৫৩৮)
জলভর্তিগ্লাস আরেক গ্লাসে
ঢালতেই
মুখস্থ-বুদ্বুদ...করুণাধারা নাকি একসমুদ্ররহস্য?
৫৩৯)
সরকারবাজার , মাথায় রেলব্রিজ
সন্ধ্যাকাঁধে
চলমান বর্তমান পেরিয়ে যাচ্ছে ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন