মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১

আটপৌরে কবিতাগুচ্ছ ~ ৩৬/৭ || "আই-যুগ"-এর কবিতা দেবযানী বসু || Atpoure poems 36/7 Debjani Basu

  আটপৌরে কবিতাগুচ্ছ ~ ৩৬/৭ || "আই-যুগ"-এর কবিতা  দেবযানী বসু || Atpoure poems 36/7 Debjani Basu 







আটপৌরে ৩৬/৭


১. কাঁচকলমে আঁকা

আফ্রিদিরানীফুল । পাপড়িপাহাড়। গম্বুজঘর ।
                        ভাসানীডিঙা
নীলনদ রামধনুময় হলে ইউম্যাটারস।

২. ব্যালকোনির সজারু

রসবাহার ।রূপবাহার । শব্দবাহার ।
                কামবৃদ্ধ
একবিন্দু বিপ্রতীপ কোণে জন্মায়।

৩. নতুন ও পুরানো আমসত্ত।

ফোটো । ফটক । ফাটক ।
                চরাচরে
শুভসন্ধ্যা শুভসকাল ভারবাহী বলদ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...