আটপৌরে কবিতাগুচ্ছ ~ ৩৬/৩ || "আই-যুগ"-এর কবিতা দেবযানী বসু || Atpoure poems 36/3 Debjani Basu
আটপৌরে ৩৬/৩
১. ঝোলা আমি ছুঁয়েছে ভুঁইমাটি
পেপারব্যাক। উলসুতো । ছায়াবিক্রি ।
সাগরমন্থনে
আরো উঠছে কুয়াশা বারুদ।
২. টাকার রোদজল
পুঁতিনয়নিকা । দামচিহ্ন । প্লাস্টিকচাটনী-চাঁদ।
বিদায়কালে
কাঁদে চল্লিশ মাইক্রোনের ফুসফুস।
৩. জলের দৃশ্যউড়ান বেশি
দুধওড়না । কালোমনিকাক । বোতামআতুর ।
নাবিকের
জ্যাকেটে মিনি বাতিঘর কয়েকটি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন