আটপৌরে কবিতাগুচ্ছ ~ ৩৬/২|| "আই-যুগ"-এর কবিতা দেবযানী বসু || Atpoure poems 36/2 Debjani Basu
আটপৌরে ৩৬/২
১. নদীর নিজস্ব যতি
স্বর্ণ-পেয়ালা । মুরবংশীয় । সার্কাসনারী।
পিঠের
পাঞ্জাছাপ লুকিয়ে ভাবনাসর্বস্ব বাঁচি।
২. ঘোষণা বেনাগাল
বেনীসিক্তা। যাচ্ছেতাই। অপরাধী-ক্লু ।
স্বেচ্ছাচারী
শব্দছায়ার সঙ্গে দ্বন্দ্ব অবিরাম।
৩. খুব কথা ভনভনায়
বাঘডোরাবিলাই। প্রহরী । উর্বীশচুমু ।
আস্থাকর্পূর
যাদুকরী যাদুকর রুটি বানায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন