আটপৌরে কবিতাগুচ্ছ ~ ৩৪/২ || "আই-যুগ"-এর কবিতা
দেবযানী বসু || Atpoure poems 34/2 Debjani Basu
আটপৌরে ৩৪/২
১. বিয়ের চাঁদ একফালি
উলিঝুলি । চাঁদসোহাগি । ফুটোপাত্র ।
উঠেছে
গল্প খেয়ে চোঁয়া ঢেকুর।
২. কলাগাছের বেবিছাঁট চুল
ভোঁদড়। ভাম । হাতখরচ।
পয়সার
আঁশ ছাড়িয়ে মানিব্যাগে ঢোকাই।
৩. উত্তরমেরুর আকাশধনু
খইবিদায়। মুড়িমুড়কি। জিভপাতলা।
অজানা
ছাড়াছাড়িতে থাকে খালাসের হরিষবিষাদ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন