আটপৌরে কবিতাগুচ্ছ ~ ৩৩/৬ || "আই-যুগ"-এর কবিতা
দেবযানী বসু || Atpoure poems 33/6 Debjani Basu
আটপৌরে ৩৩/৬
১. ইয়াম্মি আচার
কেলেভুলো । মিনিচিনি । হুলিপুলি ।
চেনাচেনারা
গালাগালি শুকিয়ে নিচ্ছে রোদে।
২. নয়মুন্ড দানব
ছটফটে। হাসকুটি । মারকুটে ।
খুকুমনি
বান্দরি-সুন্দরি বলে খুব দেমাক ।
৩. খেলাঘরে এক পুকুর শালুক
মিছিমিছি । আড়াআড়ি । ভাবভাব ।
কিছুনা
আয়নার পারদে মরুবালি বালি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন