আটপৌরে কবিতাগুচ্ছ ~ ৩৩/২ || "আই-যুগ"-এর কবিতা
দেবযানী বসু || Atpoure poems 33/2 Debjani Basu
আটপৌরে ৩৩/২
১. এক দান খেলা বাকি
বিদায়বেলা। আদায়বেলা। অসুখবেলা ।
কিম্পুরুষ
কেশমায়া রেখে অদৃশ্য আজ।
২. অলীকফুলে ঢাকা দেহ
অমেরামতযোগ্য । অফিরতযোগ্য । অনুল্লেখযোগ্য ।
আমি
নৌকো ফুটো করে অপরাধী।
৩. পাথেয় মিলে যায়
অরণ্যসূক্ত । নদীসূক্ত । ভূমিসূক্ত ।
নবীন
হৃদয়কে গুরুত্ব দেয় অধিক ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন