সংকল্প ফাউন্ডেশনের হৃদয়াতুর প্রয়াস
আজ (০২\১১\২০২১) সংকল্প ফাউন্ডেশনের উদ্যোগে মেদিনীপুর সদর ব্লকের বিষরা গ্রামে শবর পাড়ার ৯০ টি পরিবারের হাতে নতুন ব্স্ত্র তুলে দেওয়া হয় সকাল ১০ টায়। আদিম জনজাতিদের এক ও অন্যতম প্রাচীন উৎসব "বঁধনা পরব "। এই উৎসবে শবররা নতুন পোশাক পরেন। তাই তাদের পাশে থাকতে সংকল্প ফাউন্ডেশন প্রতি বছরের মত এ বছর ও হৃদয়াতুর প্রয়াস নিয়েছে। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকুল সামন্ত ও শম্ভু মুখার্জি বিশিষ্ট সমাজ সেবক। সংকল্প ফাউন্ডেশনের ডাইরেক্টর ডঃ শান্তনু পাণ্ডা, আনুষ্ঠানিক ভাবে সূচনা করেন, বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা গোপাল সাহা, সম্পাদিকা পারমিতা সাউ বলেন " লোধা/শবর দের মধ্যে নতুন পোশাক দান করতে পেরে আমরা আনন্দিত, আগামী দিনে এই গ্রামে স্বাস্থ্য পরিক্ষা শিবির করবো"। সংকল্প ফাউন্ডেশনের স্দ্স্য দীপেশ দে সূচনা গান পরি বেশন করে। সমগ্র অনুস্ঠান সঞ্চালনা করেন পিন্টু সাউ ও আনিস সাউ।
ব্স্ত্র দানের পাশাপাশি মাস্ক ও স্যানিটাইয়ার প্রদান করা হয়। কোভিড পরিস্থিতিতে কি ভাবে ভালো থাকা যায় সে নিয়ে সচেতনতা করা হয়।
প্রতিবেদন: ডঃ শান্তনু পাণ্ডা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন