পূরবী-৭৩
অভিজিৎ চৌধুরী
শান্তিনিকেতনে নোবেল প্রাইজ প্রাপ্তির সম্বর্ধনা সভায় কবি বলেন,দেশবাসী এতোদিন ধরে যে অপমান ও অপযশ দিয়ে এসেছেন,তার পরিমাণ কম নয়।আর আমার কবিতায় কখনও রৌদ্র,কখনও বা মেঘের ছায়া।ফলে এই ভালবাসাও সাময়িক।আর নোবেল প্রাইজ সাহিত্যর মাপক হতে পারে না।আমি পূর্বের উপাসক, কেন পশ্চিম আমায় গ্রহণ করল জানি না।তবুও আমার কৃতজ্ঞতা রইল।
আর আমি কোন জননেতস নই, কোন লক্ষ্মীর ভাণ্ডারের অধিকারীও নই,ফলে আমি সামগ্রিক জনসংখ্যার প্রতিনিধিত্বও করি না।
ফলে আপনাদের মদিরা ওষ্ঠ স্পর্শ করল কিন্তু গলাধঃকরণ করতে পারল না।
তীর্থ আরেকবার তাকাল কবির প্রতিকৃতির দিকে।নভেম্বর মাসে তিনি নোবেল প্রাপ্তির সংবাদ পান।সেদিন হয়তো আনন্দের সঙ্গে সংমিশ্রিত ছিল দীর্ঘ দিনের অপমান।আজও রবীন্দ্রনাথ কারণে অকারণে লাঞ্ছিত হন।
ওপরের তাঁর প্রতিক্রিয়া তীর্থ নিজের মতোন করে লিখেছে।রবীন্দ্রনাথ অনুমতি দিয়েছেন,সে টের পেলো ছাতিম ফুলের গন্ধে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন