রবিবার, ২৮ নভেম্বর, ২০২১

পূরবী- ৭৫ ।। অভিজিৎ চৌধুরী,Purabi- 75

পূরবী- ৭৫

অভিজিৎ চৌধুরী




আই ডাই অ্যান্ড ইয়েট নট ডাইস অন মি।

আমায় নইলে তোমার প্রেম হতো যে মিছে।

কখনও কখনও প্রেম ও পুজো মিশে যাচ্ছে।আমি চলে যাব কিন্তু আমার যাবতীয় কিছু  যদি তোমার ইচ্ছের সঙ্গে মিশে যায়, তবে ঈশ্বরের আরাধনায় সত্যি হবে কিন্ত ভালোবাসায় কি একই রকমের সত্যি হবে! 

বউঠান বলতেন,তুমি বড় খ্যাতির কাঙাল।তুমি ভালোবাসার কাঙাল হতে পার না! মুক্ত কণ্ঠে বলতে পার না আমি ভালোবাসি।

বহু বছর পরে যখন লিখলেন ভালোবেসেছিনু এই ধরণীরে,ভালোবেসেছিনু।

সেকি শুধু কল্পমায়া!

আর আসেননি ওকাম্পোর।আড়ালে থেকে প্যারিসে প্রবীণ রবীন্দ্রনাথের চিত্র প্রদর্শনীর আয়োজন করেছেন।

যখন বিজয়া নাম দিলেন তখন আর দেখা নেই।

চির বিচ্ছেদ থেকে মুক্তির সন্ধান।

কোন সমুদ্রে আপনি অবগাহন করেছিলেন রবীন্দ্রনাথ!  ভালোবাসা না ঈশ্বরীয় প্রেমের!  

উত্তর হবে মানব মানবীর প্রেমের।

কিন্তু ভয় পেয়েছেন কবি।নিজের রক্ষণশীলতার কাছে বারবার হার হয়েছে!

নাকি কোন দ্বিধা!

1 টি মন্তব্য:

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...