পূরবী- ৭২
অভিজিৎ চৌধুরী
আমি প্রকৃতির সন্তান,আমাকে প্রকৃতির বুকে ঝরে পড়তে দাও।পুত্র রথীন্দ্রনাথকে তিনি এরকমটাই বলেছিলেন।
চিরকাল বাবার ভাস্বরে রথীকে খুব ছোট মনে হয়েছে।নিজের সত্তার অনেকটাই বিসর্জন দিয়েছিলেন তিনি।আক্ষেপ দেখাননি কখনও।পিতৃস্মৃতিতেও কি অনন্য অনুভব তাঁর এমন এক মহাজীবনকে কাছ থেকে দেখায়।
তীর্থ ভাবছিল অতিরিক্ত স্তাবকতা কবিকে শেষ জীবনে কিং লিয়রের মতোন করে তুলেছিল।মানুষ চিনতে ভুল করতেন।কিছুটা ব্যতিক্রম রথী।আর বারবার ফিরে যাচ্ছেন নতুন বউঠানের কাছে।সেই প্রথম দিকের সাহিত্য সঙ্গী।এক অসমাপ্ত জীবনে কিছু রেখাপাত রেখে মানুষের চলে যাওয়া।বউঠান বলতেন,রবি, তুমি বড় খ্যাতির কাঙাল।
তবুও তিনি যে সংমিশ্রন পৃথিবীর যাবতীয় সংস্কৃতির, ধর্মের হয়তো ভূগোলেরও।
আর গোপনে নতুন বউঠানকে ডেকে বলা,তুমি কি চাও না আমার লেখা সকলে পড়বে!
না,চাই না।এই লেখাগুলি শুধু তোমার আর আমার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন