ফুটবল প্রতিযোগিতা ।। সংস্কৃতি সংবাদ
যুব সমাজের মধ্যে খেলাধূলার আরো আগ্রহ বাড়াতে এবং ক্রীড়াপ্রেমী দর্শকদের মধ্যে আনন্দ দিতে মুগবসান স্পোর্টিং ক্লাবের পরিচালনায় আট দলীয় নক আউট ফুটবল প্রতিযোগিতা কাজী নজরুল ইসলাম স্মৃতি কাপ -২০২১ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো রবিবার। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আটটি দল খেলায় অংশগ্রহণ করেছিল। শনিবার খেলার শুভ সূচনা হয়। খেলায় বিজয়ী হয় মুগবসান জুনিয়র রাইডার্স
এবং বিজিত হয় মেদিনীপুর ফুটবল লাভার্স একাডেমি।
ক্লাবের পক্ষ থেকে বিজয়ী ও বিজিত টিম কে সুদৃশ্য ফুটবল ট্রফি , মানপত্র ও নগদ টাকা দিয়ে পুরস্কৃত করা হয়। এদিন উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী উত্তমানন্দ ত্রিপাঠি, সমাজসেবী দুর্লভ ঘোষ, মুগবসান গ্রাম পঞ্চায়েত প্রধান সেখ সাজেন আলী, সমাজসেবী হাসানুর জামান, সমাজসেবী রিয়াজুল হক, সমাজসেবী সেখ সামীম, মুগবসান প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক রায়, সভাপতি শেখ আফসারুদিন, সম্পাদক জাকির চৌধুরী সহ অন্যান্যরা।
এছাড়াও এদিন ক্লাবের কাজী নজরুল ইসলাম স্মৃতি মঞ্চ থেকে এলাকার শতাধিক দুঃস্থ মানুষের হাতে শীত বস্ত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক জাহাঙ্গীর চৌধুরী ও সদস্য আব্দুল দাইয়ান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন