বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১

মুগবসান হক্কানিয়া হাইস্কুল প্রাঙ্গনে রক্তদান শিবির, সংস্কৃতি সংবাদ, Mugbasan

মুগবসান হক্কানিয়া হাইস্কুল প্রাঙ্গনে রক্তদান শিবির



বর্তমানে ব্লাড ব্যাংকে রক্তের সংকট । থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের রক্তের প্রয়োজন হলে তার পরিবার পরিজনদের চরম দুর্ভোগে পড়তে হয়। তাই থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের রক্তের চাহিদা মেটাতে এগিয়ে এলো কেশপুর ব্লকের অন্যতম শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি,পরিবেশ সচেতনতা নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন মুগবসান মুক্ত মঞ্চ। মুক্ত মঞ্চের পক্ষ থেকে মুগবসান হক্কানিয়া হাইস্কুল প্রাঙ্গনে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এদিন রক্তদান শিবিরে ৩ জন মহিলা সহ মত ৪১জন রক্ত দাতা রক্ত দান করেন। 

এদিন শিবিরকে কেন্দ্র করে মুক্ত মঞ্চের সদস্যদের মধ্যে চরম ব্যস্ততা লক্ষ করা যায়। 

এদিন কর্মসূচির শুভ সূচনা করেন কেশপুরের বিশিষ্ট সমাজসেবী উত্তমানন্দ ত্রিপাঠী।

এছাড়াও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অঞ্জনী কুমার তেওয়ারী। এছাড়াও বিশিষ্ট সমাজসেবী হাসানুর জামান, মুগবসান হক্কানিয়া হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মইনুল হক, মুগবসান প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক রায়, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ম্যানেজার শুভ্র চক্রবর্তী,সমাজসেবী ফারুক মল্লিক সহ কর্মকর্তা ও সদস্যগণ।এদিন শিবিরে রক্ত গ্রহ করেন মেদিনীপুর ব্লাড ব্যাংক।এছাড়াও এদিন চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয় প্রায় তিন শতাধিক ব্যক্তি এদিন চক্ষু পরীক্ষা শিবির তাদের চক্ষু পরীক্ষা করান। এদের মধ্যে ১১০ জন কে চোখের অপারেশন করানো হবে। দ্বিতীয় পর্যায়ে এলাকার শতাধিক দুস্থ ব্যক্তির হাতে শীতবস্ত্র ও কম্বল তুলে দেওয়া হয়।সমগ্র অনুষ্ঠানটি সুচারুভাবে ও সুললিত কন্ঠে সঞ্চালনা করেন শিক্ষক স্নেহাশীষ চৌধুরী ও শিক্ষক দীপক রায়।   মুক্তমঞ্চের সম্পাদক চৌধুরী আবদুল কালাম আজাদ বলেন এই রক্তদান শিবিরে যে ৪১ জন রক্তদাতা রক্তদান করেন তাদেরকে  এরকম মহান কাজের জন্য কুর্নিশ জানান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...