মানবিক সংস্থার "মানবিক প্রয়াস"
মেদিনীপুর ।। নভেম্বর সকাল ১০ টায় শালবনি সরকারি ডিগ্রি কলেজের পদার্থবিদ্যার অধ্যাপক সঞ্জীব মন্ডলের কন্যা প্রিয়াংশী মন্ডলের জন্মদিন উপলক্ষে মেদিনীপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন ডিরোজিও নগরে (ভুঁঞা পাড়া) বঙ্গভূমি স্পোর্টিং ক্লাবের ভেতরে পথশিশুদের নিয়ে যে ফ্রী স্কুলটি যার নাম 'প্রান্তিক', "মানবিক সংস্থা" উদ্যোগে 2014 সাল থেকে বিদ্যালয় টি চলছে। ঐ বিদ্যালয়ের 30 জন বাচ্চাকে লেখার খাতা, আঁকার ও হাতের কাজের সামগ্রী, টিফিন ইত্যাদি তুলে দেওয়া হয়। শিশুরা খুবই আগ্রহের সাথে সাথে এই আনুষ্ঠান উপভোগ করেছে। তারা খুব খুশি ও আনন্দিত। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী কেম্পা হোন্নাইয়া, IASঅতিরিক্ত জেলাশাসক, পশ্চিম মেদিনীপুর, শ্রী অম্লান কুসুম ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার পশ্চিম মেদিনীপুর, ড. সেবক কুমার জানা, অর্থনীতি বিভাগের অধ্যাপক,বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, আধ্যাপক সুরজিত ঘোষ পদার্থ বিজ্ঞান বিভাগ, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ও অধ্যপিকা তনুশ্রী ঘোষ।সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন সম্পাদক অনুপম রায়, প্রলয় কান্তি সাঁতরা, তাপস দাস, সুরেন্দ্র নাথ মান্ডি, সন্দীপ সরকার, শুভজিত চক্রবরতী। সমগ্র অনুষ্ঠান টি সঞ্চালনা করেন শুভদীপ রায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন