জলের তিলক নাট্য সংস্থার দ্বিতীয় প্রযোজনা
প্রতিবেদন : ডঃ শান্তনু পাণ্ডা
আজ (২০\১১\২০২১) কলকাতার মুক্তাঙ্গন রঙ্গালয়ে জলের তিলক নাট্য সংস্থার পক্ষ থেকে নাট্য গবেষক ডঃ সন্ধ্যা দে ও নাট্যকার চন্দন দাশ (শৌভ্নিক) কে সম্বর্ধিত করা হয়। সম্বর্ধনা প্রাপকের হতে তুলে দেন মোমেন্টো, মানপত্র, ফুলের বোকে , মিষ্টির হাড়ি এবং আনরিয়াম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী রঞ্জন গাঙ্গুলি এক্জ্ন নাট্য সমালোচক। স্বাগত বক্তব্য রাখেন সংস্থার কর্ণধার শ্রীকান্ত ভট্টাচার্য। সঞ্চালনা করেন শুভঙ্কর বারিক । তারপর শুরু হয় নাটক "ছায়া মানুষের গল্প"।
অভিনয় করেন শ্রীকান্ত ভট্টাচার্য , ইন্দ্রদীপ সিনহা এবং অনান্য। কলকাতার বুকে দর্শক ছিল চোখে পড়ার মতো। নাটক দেখে সবাই খুব আপ্লুত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন