কিছু বই কিছু কথা । নীলাঞ্জন কুমার
যখন কোন কবির কবিতা শুধু থেকে শেষ পর্যন্ত পড়ে ফেলা যায় তখন মনে মনে মূল্যায়নের চিন্তা চেপে বসে ।আবার সেই কবিতার বই এর ভেতরে যখন : ' সময়ের পায়ে/ ঘুঙুর পরিয়ে শুনি আমার যাপনধ্বনি/ ধুধু পথ তাই ধ্বনিময় / নিঃস্ব যাপনের মানে হয় ।' , (যাপন ধ্বনি) । ' নিশ্চুপ রাত ।/ চাঁদের না- বলা কথার ফুলঝুরি/ সময় অদৃশ্য ময়ূরের মতো নাচে/ সুর ও স্বরের গভিন রাত আমাকে বাজায়। ' (গাভিন রাত ) , এর মতো লোভনীয় কবিতা বইটির অনেক অপছন্দের কবিতার ভেতরে অন্য স্বাদ নিয়ে আসে । আরো পছন্দসই হয়ে ওঠে : ' প্রাণবায়ু ছিনিয়েই নেবে/ ব্রুটাস সময়/ তাই বলে মেনে নেব দ্বিধাহীন পরাজয় । ' ( ' সিজারের সাধ') , ' অমল আয়নায়/ নিজেকে দেখতে এসে/ স্তম্ভিত দেখি তোর ভাঙা ছবি । ( ' বিভ্রম ')।এর মতো কবিতা । তবে ছোট ছোট কবিতাগুলির ভেতরে এ কথা স্বীকার করতেই হয় কবি চেষ্টা করেছেন তাঁর চেতনার স্বাদ ফুটিয়ে তোলার । এটি বিশেষ পাওনা । শুভ্রা মাইতির প্রচ্ছদ নতুন ভাবনার সন্ধান দিতে না পারলেও সৌমেন্দ্র আকুলী কৃত প্রতিটি পৃষ্ঠায় অলংকরণ কিছু কিছু কাজ স্পর্শ করে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন