আটপৌরে কবিতাগুচ্ছ ~ ২৯/১ || "আই-যুগ"-এর কবিতা
দেবযানী বসু || Atpoure poems 29/1 Debjani Basu
আটপৌরে ২৯/১
১. আঙুলের ফাঁকে গলছে
পরিব্রাজক-মুদ্রা। স্বভাবমুদ্রা। কাগজ-মুদ্রা।
কথাকলি
কিছু ঢেউ কত্থক কিছু।
২. ধ্যান জেন জেনেটিক
মাছনাইলোটিকা। ব্রাহমাগরু। ব্রয়লার-মুরগি ।
মস্তিষ্কের
ফলনশীল উচ্চতায় জেনেটিক মানব।
৩. কুকুরের ছায়া-স্বাধীনতা ফুটপাতে
কসরৎ। স্তরান্তর। কাঁচ -আঁকাআঁকি।
বিজলীমুখী
বিশাল শরীরের ভিতর শহর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন