শনিবার, ২ অক্টোবর, ২০২১

কবিতা || শালিকবাড়ি || রাজু বিশ্বাস, Raju Biswas

 কবিতা

শালিকবাড়ি



উঠোনে আগাছায় ফুল ফুটেছে ভাদ্রের বর্ষায়

কোনোটার নাম জানা নেই

যেমন জানি না আমার প্রপিতামহের নাম

উঠোনে শালিক আসে সকাল দুপুর

বারান্দায় দাঁড়িয়ে ভাত ছড়িয়ে দেয় মা

বৃষ্টির আলপনা আঁকা হয় পাতিলেবুতলায়

ছোপ ছোপ কাঁচা হলুদের দাগ আসন্ন বসন্তের 

কিশোরীর সারা দেহে 

কি জানি কি তার নাম

রক্তচন্দন গুলে প্রলেপ দেয় ঠাকুমা নাতনির বিষফোড়ায়

নরম শীতল সে থুত্থুড়ে হাতে রূপকথার অদ্ভুত মায়া

ছেঁড়া ছাতা মাথায় দিয়ে ধূমল বর্ষার দুপুরে

এক পরিব্রাজক এসে দাঁড়ায় ঝিনুক উঠোনে

হাতে তার লাল রুদ্রাক্ষের মালা

কত কালের চেনা এই সব গল্পরা একদিন 

জীবন্ত মানুষের মত হাত পা নেড়ে চলেফিরে বেড়াতো... 


কালের ফিলামেন্টে কত বৈদ্যুতিক তরঙ্গ খেলে গেল

অন্ধকার লেবুতলা বাঁশবন মেটে চণ্ডীমণ্ডপ উঠে এলো

টাইলসকাটা দেওয়ালের পোশাকে

এখন বাড়িটার উঠোনে শালিক আসে না

হাতে গরমভাতের থালা নিয়ে বারান্দায় দাঁড়িয়ে

থাকে না কেউ

তবু মারবেল পাথরের খাঁজে মৃতগন্ধা নদীটার মত

ফুটে উঠেছে একটি নাম

শালিকবাড়ি...

৩টি মন্তব্য:

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...