বুধবার, ১৩ অক্টোবর, ২০২১

রঘুবংশ পত্রিকার শারদ সংখ্যা প্রকাশ ।। Raghubangsha

রঘুবংশ পত্রিকার শারদ সংখ্যা প্রকাশ 



নিজস্ব সংবাদদাতা,  মেদিনীপুর। । ৯ই অক্টোবর,  ২০২১ সকাল ১০ টায় মেদিনীপুরের শ্যামসংঘ হলে ৮ম বর্ষ রঘুবংশ পত্রিকা শারদ সংখ্যা প্রকাশ হলো। ৮ টি মোমবাতি প্র্ঞ্জ্লন এর মাধ্যমে  অনুষ্ঠানের সূচনা হয়।  অনুস্ঠানিক ভাবে পত্রিকা প্রকাশ করেন কবি ও চলচিচত্র বার্তা পত্রিকার সম্পাদক সিদ্ধার্থ সাঁতরা,  প্রাবন্ধিক ও শিক্ষাবিদ  বুদ্ধদেব ভট্টাচার্য। পৌরহিত্য করেন প্রাবন্ধিক ও গবেষক ডঃ শান্তনু পাণ্ডা। স্বাগত ভাষন দেন কবি ও সম্পাদক শ্রীকান্ত ভট্টাচার্য। রঘুবংশ ১৪২৮ সম্মাননা পেলেন আন্তর্জাতিক কবি বিপ্লব মাজি, বর্ষীয়ান কবি প্রভাত মিশ্র, উদীয়মান কবি সুজিত মান্না। কবিতা পাঠ করেন কবি ও শিক্ষক মৃত্যুঞ্জয় জানা, নয়ন পত্রিকার সম্পাদক বিদ্যুৎ পাল, বাচিক শিল্পী  রত্না দে, প্রবহমান পত্রিকার সম্পাদক মৃণাল কোটাল ও ক্ষুদে কবি সায়নদীপ পান্ডা। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রীতা বেরা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...