রবিবার, ১০ অক্টোবর, ২০২১

পূরবী-৬৯ || অভিজিৎ চৌধুরী || PURABI-69

পূরবী-৬৯

অভিজিৎ চৌধুরী



 দিনটার মধ্যে আজ খুব অপমান লেগে রয়েছে।এটাই স্বাভাবিক।অপমান,তিরস্কার তীর্থের মন্দ লাগেই।রবীন্দ্রনাথেরও নিশ্চয় লাগত।তিনি কখনও উত্তর দিতেন না।৫০ এর পর মনে করেছিলেন রাগ করাটা ছেড়ে দেবেন।পারেননি হয়তো।তবে আশ্চর্য সুভদ্র থেকে ছেন চিরকাল।অগ্রজ দাদার অনুরোধে একবার আমলাদের সভায় গান গাইতে যেতে হয়েছিল।তাঁর গানের কথায় ওঁরা খুশী হননি।সেটাই স্বাভাবিক।এক সময় তীর্থরা ভাবত,বুর্জোয়াসুলভ জীবনকে পরিহার করতে হবে।নিজেও কি পারল তীর্থ!  তবে সে আজ বিবস্বানকে বলল,যে যতো ঘৃণা করুক,মন্দ বলুক সে যেন কারুর অমঙ্গল প্রার্থনা না করে।

বিবস্বান বোধহয় শুনলেন।সাড়া পেল তীর্থ। রবীন্দ্রনাথ তো নিত্য পেতেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...