নীলিমা সাহা-র আটপৌরে ৪০৭-৪০৯
নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 407-409,
নীলিমা সাহার আটপৌরে
৪০৭)
মনকেমনিয়া জানালায় উদাস-রুমাল
অজ্ঞেয়অতিক্রম
অথচ দরজায় অব্যাহত নূতনডাক
৪০৮)
নির্জন ডার্করুমে আয়না
নিরাময়
ভাবলেও সাদাপাতায় ভাঙনের স্বগতোক্তি
৪০৯)অন্ধকার । জন্মান্ধ।তৃতীয় নয়ন
মনালোয়
ডুবসাঁতার স্রোত অতিক্রমণ শুশ্রূষা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন