নীলিমা সাহা-র আটপৌরে ৩৯৩-৩৯৫
নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 393-395,
নীলিমা সাহার আটপৌরে
৩৯৩)
বাংলাবাতাসের এখন হেমন্তযাপন
কাকভোরের
প্রথম কাকডাক...রাখ-ঢাকে লাফ-দড়ি-জীবন
৩৯৪)
খেলনাবাটির স্বপ্ন বাস্তবতা
দুধসাদাপথ
ঠিকানা খুঁজতেই হরপ্পার আঁধারময়তা
৩৯৫)
উড়ন্ত ঘুড়ির সঙ্গমানন্দ
জানতো
নুয়ে পড়বে অতৃপ্ত বন্ধন!!!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন