নীলিমা সাহা-র আটপৌরে ৩৮৪-৩৮৬
নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 384-386,
নীলিমা সাহার আটপৌরে
৩৮৪)
পৃথিবীর দিনগুলি দিশেহারা
শ্যাওলাপ্রাণ
পিছলে মাল্টিভার্স,মানুষেরও অছোঁয়া
৩৮৫)
বাহানা রেখে বৃষ্টির
সফর
ফাঁকতালে হেমন্তর জলথৈ জ্বর
৩৮৬)
মনে রাখার মধ্যে
মনরাখার
দায়...তোবড়ানো-পাপড়ি-ঘা অদেখাই থাকে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন