নীলিমা সাহা-র আটপৌরে ৩৭৩-৩৭৫
নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 373-375,
নীলিমা সাহার আটপৌরে
৩৭৩)
জীবন সঙ্কটবহুল যাপনেও
ব্যর্থতা
ঝেড়ে হাঁটে স্বপ্নের পর স্বপ্ন
৩৭৪)আত্মার আত্মীয় বলতে
ছায়া
কাঁপে সিঁড়ির নীচে,নির্জন-আবাসে
৩৭৫)চরম সেই মুহূর্ত
যখন
প্রথম-জীবন-দান হয় আরেক জীবনে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন