নীলিমা সাহা-র আটপৌরে ৩৪৩-৩৪৫
নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 343-345,
নীলিমা সাহার আটপৌরে
৩৪৩)
শব্দদাস আমরা নিত্য
শুনি
পুকুর-খনন---শব্দই তার বহনযোগ্য
৩৪৪)
জানালায় শেষ বর্ষণধ্বনি
চাতকচাহনি
মায়াগন্ধ ভাসে বিকেলের রোদালোয়
৩৪৫)
আঘাতে অথবা আনন্দে
শব্দ-নৈঃশব্দে
জ্বলে ওঠে ভালোবাসার মৌনতা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন