নীলিমা সাহা-র আটপৌরে ৩২৫-৩২৭
নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 325-327,
নীলিমা সাহার আটপৌরে
৩২৫) হাওয়া জল সময়ের
ঢেউ-এ
নির্ভুল আনুগত্য ,জীবনের পার
৩২৬) কবেকার রোদ পৃথিবী
পোহায়
কলঙ্ক ভাস্কর্য অ-সুখে খোদাই
৩২৭)জীবনের জয়গান, মানবতার
জয়ধ্বনি
তবু চিরদিনের কান্নায় নির্ভয়াকামদুনি
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন