নীলিমা সাহা-র আটপৌরে ৩২২-৩২৪
নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 322-324,
নীলিমা সাহার আটপৌরে
৩২২)
তান্ডবনৃত্য>অন্তর্ঘাত<বধ্যভূমি
কবিতাবাতাস
আর সহন না যায়
৩২৩)চক্ষুষ্মান তবু নিশ্চলমূর্তি
তুমি-আমি
শাদা আলোয় জন্মান্ধ প্রহরী
৩২৪)
আত্মপ্রশ্ন ।প্রশ্নহীনতা ।সমর্পণ
বহুস্বরে
লহর তোলে উচ্চারিত স্থানাঙ্ক
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন