আটপৌরে কবিতাগুচ্ছ ~ ২৮/২ || "আই-যুগ"-এর কবিতা
দেবযানী বসু || Atpoure poems 28/2 Debjani Basu
আটপৌরে ২৮/২
১. পুকুরটার নাম কাটাপুকুর
চিনচিনব্যথা। চিচিংযোগ। ফাঁকাপ্রীতি।
কন্যাযুবতী
পঞ্চসায়রে ডুবে আর ফেরেনি।
২. অনেক কষ্টে ভাবনা কিনি
মুসাফির। ঘর-হাসপাতাল। নয়াচর।
ভ্রমণে-রমণে
দেখা অদেখার মাঝে ত্রিশঙ্কু।
৩. ফড়িংয়ের কেরামতি
কপাল। মেডুলা । পিটুইটারি।
শয্যাশায়ী
মাথা চালিত হৃদয় বকে যায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন