আটপৌরে কবিতাগুচ্ছ ~ ২৮/১ || "আই-যুগ"-এর কবিতা
দেবযানী বসু || Atpoure poems 28/1 Debjani Basu
আটপৌরে ২৮/১
১. সাদা পায়রার শয্যা ছেড়ে
মোরামনুড়ি। স্ফটিকপাথর। টাইলস্ - পাটা।
অপেক্ষায়
জীবন্ত আরশির দেশে ফেরার।
২. ব্যামোর অকারণ সাদাকালো
মিউজিয়াম। অন্দরবাহির। মোনোক্রোম্যাটিক।
হাঁটতেহাঁটতে
শেষে ঢ্যাঙা হওয়াই নিয়ম।
৩. লাফিয়ে এল ছবি চরাচরে
হাল-গরু। হাল-চাষী। হনুমান।
শস্যধারা
চিচিংফাঁকের সাধনা করি দিবারাত্রি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন