আটপৌরে কবিতাগুচ্ছ ~ ২৭/১ || "আই-যুগ"-এর কবিতা
দেবযানী বসু || Atpoure poems 27/1 Debjani Basu
আটপৌরে ২৭/১
১. টাইপরাইটারটি নিলাম খেলল
বটপাকুড়। কলাগাছ। ঘোড়ানিম।
সাধনায়
কচদেব বেঁকেচুরে কিভাবে দেবযানী।
২. কোন রাজকুমারকে চাইছেন
গুলি-গো-রাউন্ড। পয়সাসসার। অশ্বিনীকুমার।
ত্রিপ্রান্তর
পেরিয়ে সোনার ফল গড়াচ্ছে।
৩. বাঁচামরার লড়াই
খোকা-ইলিশ। বোকা-ইলিশ। খুকুমণি-ইলিশ।
ব্রক্ষ্মইলিশ
মানুষকে জ্ঞানপাপী করে ছাড়ল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন