রবিবার, ১৭ অক্টোবর, ২০২১

আটপৌরে কবিতাগুচ্ছ ~ ২৬/৫ || "আই-যুগ"-এর কবিতা দেবযানী বসু || Atpoure poems 26/5 Debjani Basu

 আটপৌরে কবিতাগুচ্ছ ~ ২৬/৫ || "আই-যুগ"-এর কবিতা

দেবযানী বসু || Atpoure poems 26/5 Debjani Basu





 আটপৌরে ২৬/৫


১. নক্ষত্রের দিকে পাথর ছুঁড়ি

স্টপ। নিশপিশ - আঙুল। স্টপ।
              উৎসবে
ইয়ার্কি মজাতেও জমাতেও মরছি।

২. তোর সারিয়ে দেব আকাশ

ক্ষয়া-রামধনু। গোলাম- বাগিচা। দীক্ষা-হদিশ।
                     কাপালিক
হনুমানের লেজে শংকরমৎস্য কাঁটা।

৩. ডিজিটালি কূটনৈতিক কাপালিক

দশাসই। ঝাঁকড়ালো। কৃষ্ণচূড়া।
                  টানটান
শ্রেণিচেতনায় আভিজাত্যে চির অমর।

 

1 টি মন্তব্য:

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...