আটপৌরে কবিতাগুচ্ছ ~ ২৬/৩ || "আই-যুগ"-এর কবিতা
দেবযানী বসু || Atpoure poems 26/3 Debjani Basu
আটপৌরে ২৬/৩
১. সব্জি ধোওয়ার আদর
জ্ঞানদাত্রী। জ্ঞানদাতা। পটাসপারম্যাঙ্গানেট।
অসহ্য
সব্জিরা নিজেরাই গা ধুয়েছিল।
২. মৃতদেহ খাবার কেউ নেই
জীবনবদল। পথবদল। কথাবদল।
মুখোমুখি
বালখিল্য জাতিরা ঝগড়ায় বাঁচে।
৩. কি অবোধ ভাষার সাক্ষাতে
কিসমৎ। মৎ-কিস। খুশমোতিয়া।
হিরেবাঁধানো
ঘিলুর ভিতর ঘুমন্ত রাজকুমার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন