আটপৌরে কবিতাগুচ্ছ ~ ২৫/৭ || "আই-যুগ"-এর কবিতা
দেবযানী বসু || Atpoure poems 25/7 Debjani Basu
আটপৌরে ২৫/৭
১. পালাও কলাগাছ আসছে
চমকানো। খেলকুঁদ। মচকানো।
ক্যাবলার
শুরু শেষ দুদিকেই মুখ।
২. হাত-পা বাঁধার অঙ্গীকার নেই
স্বল্পেখুশি। মিষ্টিতম। প্রান্তিকজল।
আন্তর্জাল
অর্ধনারীশ্বর বানিয়ে দেবে আমাদের।
৩. খাই-খাইবার পাশ
লেখাপড়া। ছিনিমিনি। লুডোখেলা।
গাধারাও
নীলগোলা গামলায় চুবে যায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন