আটপৌরে কবিতাগুচ্ছ ~ ২৫/৫ || "আই-যুগ"-এর কবিতা
দেবযানী বসু || Atpoure poems 25/5Debjani Basu
আটপৌরে ২৫/৫
১. হেলিকপ্টারে চড়ে ফিরে গেছে
সিংহদ্বার। খিড়কিপুকুর। বাঁশবাগান।
ক্যামেরানিষিদ্ধ
খাল কাটা তিমিকে স্বাগতম।
২. ইঁদুর-বেড়াল লুকোচুরি
সফরসঙ্গিনী। মুদ্রারঙ্গিনী। নবাবনন্দিনী।
ঘর
থেকে রাজধানী 'বিপুলতরঙ্গরে ' বিদেশিনী।
৩. সাধুবাবার চল্লিশ বছরে একদিন
হারানিধি। আফশোস। ফয়সালা।
সঙ্গীত-সুরহীন
চামড়াতে একফোঁটাও ফোস্কা নেই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন