আটপৌরে কবিতাগুচ্ছ ~ ২৪/৪ || "আই-যুগ"-এর কবিতা
দেবযানী বসু || Atpoure poems 24/4 Debjani Basu
আটপৌরে ২৪/৪
১. দোষ খুঁজে খুঁজে
হাতভরা। চরণময়। দেহভরা।
অবস্থান
রঙিন মাছিরা মরার জন্যই।
২. উদোর প্রেম বুদোর ঘাড়ে
পরা। ব্যক্তিগত। অপরা।
সুশীলব্যাখ্যায়
কবির নায়িকারা আধার বদলায়।
৩. পৃথিবীর দলছুট প্রাণী
বৃংহণ। শঙ্খফুৎকার। সাইরেন।
চিল্লাচ্ছে
প্রেতযোনিতে মেলার আগে মেঘ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন