পূরবী~ ৬৭
অভিজিৎ চৌধুরী
লিপিকায়ও গদ্য কবিতা আর পুনশ্চের কবিতাগুলিতে এসে রবীন্দ্রনাথ নিজেকে বিনির্মাণ করলেন।তখন তিনি এলিয়েটও পড়ছেন।Worlds revolve like ancient women, gathering fuel in vacant lots.দেখো জগতটা ঘুঁটে কুড়ানি বুড়ির মতোন।
তীর্থ এক সময় কবিতা লিখত।ছাপাও হত বিস্তর।তবে সেই কবিতাগুলির মধ্যে আত্মপ্রকাশের সত্যি ছিল না।এখনও কবিতা লিখলে নিজেকে বেশ দুর্বোধ্য লাগে।কবিতা লিখলে বহু বন্ধু হয়। চায়ের আড্ডায় তুফান তোলা যায়।
গদ্য তীর্থের কাছে গাছপালা পশুপাখিকে গল্প শোনানোর মতোন।শুধু তারা কেন! সকালবেলার বিবস্বানও তো হাঁ মুখ করে থাকেন তীর্থের গল্প শুনবে বলে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন